শিশুদের মজার মজার বাংলা ছড়া ও কবিতা

 
শিশুদের মজার মজার বাংলা ছড়া ও কবিতা

শিশুদের মজার মজার বাংলা ছড়া ও কবিতা
সবার জন্য শিক্ষা চাই
 
সবার জন্য শিক্ষা চাই

স্বাস্থ্য চাই তবে

বাংলাদেশের শিশু মোরা

বোড় হবো কবে!


আয় বৃষ্টি ঝেঁপে
 
আয় বৃষ্টি ঝেঁপে,

ধান দিবো মেপে,

 ধানের ভেতর পোকা,

জামাইবাবু বোকা।

কাঠবিড়ালি কাঠবিড়ালি
 
কাঠবিড়ালি কাঠবিড়ালি

পেয়ারা তুমি খাও?

 গুর মুড়ি খাও?

বাতাবি লেবুর লাউ?

বিড়াল বাচ্চা কুকুরছানা তাও

ছোচা তুমি-তোমার সঙ্গে আড়ি আমার যাও। 

ঝুমকো জবা
ফররুখ  আহমদ
 
ঝুমকো জবা বনের দুল

উঠল ফুটে বনের ফুল।

সবুজ পাতা ঘোমটা  খোলে,

ঝুমকো জবা হাওয়ায় দোলে।

 সেই দুলুনির তালে তালে,

মন উড়ে যায় ডালে ডালে।


ঝড় এলো  এলো ঝড়
 
ঝড় এলো, এলো ঝড়

আম পর,আম পর।

কাঁচা আম, ডাঁসা আম

টক টক মিস্টি।

এই যা এলো বুঝি বৃস্টি।

মাছ হয় জলের রানী
 
মাছ হয় জলে রানী যে, 

জল হয় ওর জীবন যে,

হাতে লাগালে যে ভয় পাবে,

বাইরে আনলে ও মরে যাবে

 
রাম গরুড়ের ছানা
 
রামগরুড়ের ছানা, হাসতে  তাদের  মানা,

হাসির কথা শুনলে বলে,

হাসব না না না না!

সদাই মরে ত্রাসে, ঐ বুঝি কেউ হাসে!

এক চোখে তাই মিটমিটিয়ে

তাকায় আশে পাশে।

 
কুকুর বাজায়
      প্রচলিত
 
কুকুর বাজায় টুমটুমি 

বাদর বাজায় ঢোল

টুনটুনিতে  টুনটুনাল

ইঁদুর বাজায় খোল

সাপের মাথায় ব্যাঙে নাচুনি

চেয়ে দেখবে খুকুমণি ।

 
আকাশ ঘিরে মেঘ করেছে
 
আকাশ ঘিরে মেঘ করেছে

সূর্যি গেছে পাটে।

খুকু গেলো জল আনতে

পদ্ম দীঘির ঘাটে ।

পদ্ম দীঘির কালো জল

হরেক রকম ফুল ।

হাঁটুর নিচে দুলছে খুকুর

গোছা ভরা চুল ।

হনহন পনপন
সুকুমার রায়
 
চলে হনহন

     ছোটে পনপন 

ঘোরে বনবন

     কাজে ঠনঠন

বায়ু শনশন

      শীতে কনকন

ফোঁড়া টনটন

       মাছি ভনভন

থালা ঝনঝন


ওখানে কে রে

 
ওখানে কে রে?

আমি খোকা।

মাথায় কি রে?

আমের ঝাঁকা।

খাসনে কেন রে?

দাঁতে পোকা।

বিলুস নে কেন রে?

ওরে বাবা।

 
ব্যাঙের বাসা

   -  প্রচলিত

 
তাঁতির বাড়ি

         ব্যাঙের বাসা

কোলা ব্যাঙের ছা।

         খায় দায়

গান গায়

         তাইরে নাইরে না।

 






Next Post Previous Post