আপনার সন্তানের জন্য শিক্ষনীয় সেরা ১০টি মোবাইল অ্যাপস!

 
আপনার সন্তানের জন্য শিক্ষনীয় সেরা ১০টি মোবাইল অ্যাপস!
 
বর্তমান আধুনিক যুগ একটি তথ্যপ্রযুক্তি নির্ভর যুগ। প্রযুক্তি যেন আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রয়েছে। প্রযুক্তিকে অবহেলা করে আমাদের জীবনকে কোনোভাবেই উন্নতির দিকে ধাবমান করতে পারি না। বরং প্রযুক্তিকে সঙ্গে নিয়েই আমাদেরকে উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে। আমরা অনেকেই আমাদের সন্তানদের প্রযুক্তি থেকে দূরে রাখার চেষ্টা করি। ভেবেই নিই, শিশুরা যদি প্রযুক্তির সংস্পর্শে আসে, তবে তা শিশুর জন্য ক্ষতিকর হবে। প্রকৃতপক্ষেই প্রযুক্তির অপব্যবহার শিশুর জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অনেক শিশুই প্রযুক্তি প্রতি আসক্ত হয়ে যাওয়ার ফলে, তাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই ইন্টারনেট ও প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের সন্তানদের জীবনব্যবস্থাকে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম। অ্যাপস হচ্ছে প্রযুক্তির অন্যতম একটি আবিষ্কার। কিছু কিছু অ্যাপস গেমস জাতীয় হলেও শিশুর জন্য শিক্ষণীয় হতে পারে। দেখা যায় কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো আসলেই শিশুর জীবন গঠনের জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

আপনি যদি আপনার শিশুকে প্রযুক্তির সুফল ব্যবহার থেকে বিরত রাখেন, তবে প্রকৃতপক্ষেই আপনার শিশু অন্যদের থেকে পিছিয়ে পড়বে। তাই প্রযুক্তিকে সঙ্গে নিয়েই আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এমন সব অ্যাপস ব্যবহারে আপনার শিশুকে আগ্রহী করে তুলুন, যেগুলো থেকে আপনার শিশু সন্তান প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারে এবং দক্ষতা অর্জন করতে সক্ষম হয়।

শিশুদের শিক্ষামূলক অ্যাপ গুলোর মাধ্যমে বাবা-মায়েরাও নিজের সন্তানটিকে খেলার ছলে অনেক কিছু শিখিয়ে নিতে পারেন। তবে শিশুদের হাতে নিরাপদ ইন্টারনেট দিতে অধিকাংশ সময় বাবা-মায়েরা চিন্তিত থাকেন। কোন অ্যাপ গুলো শিশুদের জন্য শিক্ষামূলক হবে সে সম্পর্কে অনেকেরই ধারনা থাকে না। তাই, আজ আমরা  আলোচনা করব বাছাই করা সেরা দশটি শিক্ষামূলক অ্যাপস সম্পর্কে। অ্যাপসগুলো আপনার স্মার্ট ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। 

আপনার সন্তানের জন্য শিক্ষনীয় সেরা ১০টি মোবাইল অ্যাপস 
১।  ফিস স্কুল (Fish School
২ থেকে ৩ বছর বয়সী শিশুদের সংখ্যা এবং বর্ণ সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে অসাধারণ একটি অ্যাপ হচ্ছে ফিস স্কুল। এই অ্যাপটিতে মূলত খেলার মাধ্যমে অল্প বয়সী শিশুদের সংখ্যা এবং বর্ণ সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। এই অ্যাপে মাছকে বিভিন্ন ভাবে প্রদর্শন করা হয় এবং মজাদার উপায়ে শিশুকে অক্ষর জ্ঞান দেওয়া হয়। এটি বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়। এই অ্যাপটি আইফোন, আইপড টাচ, আইপ্যাড ডিভাইসে ব্যবহার উপযোগী। একদম অল্প বয়সী বাচ্চাদের খেলার ছলে শেখানোর ক্ষেত্রে এই অ্যাপ অতুলনীয়।

২।  এবিসি মাউজ-(ABC Mouse)
এই অ্যাপটি মূলত দুই থেকে আট বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। অ্যাপটিতে পাবেন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, বাচ্চাদের জন্য কুইজ এবং তাদের এক্টিভিটিস পর্যবেক্ষণ করার সুবিধা। আপনার বাচ্চাকে অক্ষর, সংখ্যা, রঙ এবং বিভিন্ন ধরনের আকৃতি শিখানোর জন্য এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন। এক মাসের জন্য আপনার স্মার্টফোনে অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এরপর আপনাকে এটার জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি হিসেবে $১০ গুনতে হবে।

৩। ইপিক- (Epic)
বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য এই অ্যাপটি অত্যন্ত চমৎকার। বিশেষ করে দুই থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য অ্যাপটি তৈরী করা হয়েছে। অ্যাপটিতে ই-বুক লাইব্রেরী আছে যার অধীনে প্রায় ৩৫ হাজার বাচ্চাদের বই যুক্ত করা হয়েছে। আপনার এন্ড্রয়েড অথবা আইফোনে সহজে আপনি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। অন্তত এক মাস এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে কোন ধরনের খরচ বহন করতে হবে না। কিন্তু এরপর আপনাকে মাসিক  সাবস্ক্রিপশন হিসেবে 8 ডলার দিতে হবে।

৪। স্পেলিং স্টেজ (Spelling Stage)
অনেক শব্দের বানানই শিশুদের নিকট কঠিন মনে হয়। কিন্তু এই কঠিন শব্দের বানানগুলোকেও সহজ করে তুলেছে স্পেলিং স্টেজ অ্যাপটি।  শিশুরা এই অ্যাপটির মাধ্যমে শব্দের বানানগুলো প্রচুর অনুশীলন করার মাধ্যমে সহজে শিখতে পারে। শিশুর পাশাপাশি বয়স্করাও এই অ্যাপটি ব্যবহার করে সুবিধা উপভোগ করতে পারবেন। ডাউনলোড করুন 

৫। হাঙ্গরি ক্যাটারপিলার প্লে স্কুল (Hungry Caterpillar play school)
প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়াশোনার জন্য এই অ্যাপটি দারুন। এই অ্যাপটি মূলত ১ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে বর্ণমালা থেকে শুরু করে সংখ্যা, শেইপ, কালার, পাজল, ড্রয়িং, রিডিং এবং আরো অনেক কিছু শেখাতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে আপনাকে কোন খরচ বহন করতে হবে না তবে মাসিক সাবস্ক্রিপশন হিসেবে আপনাকে ৬ ডলার গুনতে হবে। অথবা আপনি পুরো বছরের জন্য সাবস্ক্রিপশন করে নিতে পারবেন মাত্র ৫০ ডলারে। ডাউনলোড করুন

৬। ডুলিংগ (Duolingo)
ইতিমধ্যে হাই স্কুলের বাচ্চাদের কাছে এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন দেশের ভাষা শিক্ষার জন্য অ্যাপটিকে তৈরি করা হয়েছে। এখানে আপনি প্রায় ৩০ টার বেশি দেশের ভাষা শিখতে পারবেন। তবে শুধু বাচ্চারাই নয় মা-বাবারাও এই অ্যাপটির মাধ্যমে অন্যান্য দেশের ভাষা শিখতে পারবেন। এখানে আপনি অডিও শুনে, শব্দ চয়ন করে এবং মৌখিকভাবে ভাষা অনুশীলন করতে পারবেন। অ্যাপটির জন্য আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে ৬.৯৯ ডলার। ডাউনলোড করুন

৭।  সাইন্স ৩৬০ (Science360)
নেশনাল সাইন্স ফাউন্ডেশন এই অ্যাপটি তৈরি করেছে। ছবি এবং ভিডিওয়ের মাধ্যমে সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিশুদের  জ্ঞান প্রদান করা হয়ে থাকে। এই অ্যাপটির কনটেন্ট বিশ্বস্ত, উচ্চমান সম্পন্ন এবং তথ্যগুলো প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এই অ্যাপটিতে সরবরাহ করা হয়। ডাউনলোড করুন 

৮। মোজ ম্যাথ (Moose Math
৩ থেকে ৫ ঊর্ধ্ব বছর বয়সী শিশুদেরকে সংখ্যাগত ধারণা দেওয়ার জন্য মোজ ম্যাথ অ্যাপটি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই অ্যাপের মাধ্যমে শিশুরা সংখ্যাগত ধারণা লাভের পাশাপাশি যোগ-বিয়োগ ইত্যাদি গাণিতিক বিষয়গুলোও শিখতে পারে। এই অ্যাপে শিশুদের পারফরম্যান্স অনুযায়ী রিওয়ার্ড দেওয়া হয়।  রিপোর্ট কার্ড দেখে পিতা-মাতারা তার শিশুর সার্বিক অবস্থা পর্যালোচনা করতে পারে। এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড, আইফোন, আইপড টাচ, আইপ্যাড ইত্যাদিতে এই অ্যাপ ব্যবহার উপযোগী। ডাউনলোড করুন 

৯। কুইক ম্যাথ জেআর (Quick math Jr)
আপনার বাচ্চা অংকে কাঁচা কোন সমস্যা নেই এই অ্যাপটি আপনার বাচ্চার অংক ভীতি দূর করে দেবে। চার থেকে আট বছরের বাচ্চাদের খেলার ছলেই আপনি গণিত শিখাতে পারবেন। কারণ অ্যাপটিতে  আছে প্রায় ১২ রকমের গণিত গেম। বাড়তি সুবিধা হিসেবে থাকছে হ্যান্ড রাইটিং অনুশীলন করার সুযোগ। সবচেয়ে মজার বিষয় অ্যাপটি আপনি আপনার এন্ড্রোয়েড অথবা আইফোনে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারছেন। ডাউনলোড করুন 

১০. ড্রাগনবক্স (Dragon Box)
আপনি যদি আপনার শিশুকে খুবই সহজে গাণিতিক জ্ঞান শিক্ষা দিতে চান, তবে এক্ষেত্রে আপনার শিশুর জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে ড্রাগনবক্স অ্যাপটি। ধাঁধা তৈরি এবং খেলার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে শিশুকে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি গাণিতিক শিক্ষা দেওয়া হয়ে থাকে।

এই অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন না। তবে মাত্র  ৪.৯৯ ডলারের বিনিময়ে আপনি অ্যান্ড্রয়েড ও আইওএসয়ে এটি ব্যবহার করতে পারবেন। সাধারণত ৮ থেকে ১১বছর বয়সী বাচ্চাদের জন্য এই অ্যাপটি সবচেয়ে বেশি কার্যকরী। আপনার শিশু এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে যেমনিভাবে গাণিতিক দূর করতে পারবে, তেমনি খুবই মজাদার উপায়ে গাণিতিক জ্ঞান অর্জন করতে পারবে। অনেকেই বাচ্চারাই গণিতকে ভয় পায়। কিন্তু তারা যদি অ্যাপটি ব্যবহার করে, তবে তারা আর গণিতকে ভয় পাবে না বরং খেলার ছলেই গাণিতিক বিষয় শিখে ফেলবে। ডাউনলোড করুন

এভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে শিশুদের শিক্ষা অর্জনের পন্থাকে আরো যুগোপযোগী ও সহজ করে তোলা সম্ভব। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার উপযোগী করতে পারলেই, প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আর প্রযুক্তির অপব্যবহার করলে, তা আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে। তাই আমাদেরকে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে। আর শিশুদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বিকল্প কিছু কল্পনাই করা যায় না।





Next Post Previous Post