সবার আগে HSC পরীক্ষার রেজাল্ট । বাংলাদেশ শিক্ষা বোর্ডের ফলাফল । HSC Result 2022

সবার আগে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ও মার্কশীট !

বাংলাদেশ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সমগ্র বাংলাদেশকে নয়টি বোর্ডে ভাগ করেছে। বোর্ডগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর এবং নতুন আরেকটি বোর্ড হল ময়মনসিংহ বোর্ড। বাংলাদেশের প্রথম বোর্ড হল ঢাকা বোর্ড এবং এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 

গত নব্বইয়ের দশক থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল পাচ্ছে। কিন্তু এটি ২০১০ সালের পরে জনপ্রিয় হয়ে উঠছে। তাই বিশের দশকের প্রথম দিকে ছাত্ররা তাদের প্রতিষ্ঠান থেকে তাদের ফলাফল পায়, সিনিয়র শিক্ষক এবং প্রতিষ্ঠানের নীতিটি জেলা শিক্ষা অফিস বা বিভাগীয় শিক্ষা বোর্ডে যায় বা প্রতিষ্ঠানের ইমেইলে ফলাফল পাঠিয়ে দেয় এবং তাদের প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করে। শিক্ষার্থীরা ফলাফলের জন্য ক্যাম্পাসে অপেক্ষা করছে। এরপর শিক্ষকরা তা নোটিশবোর্ডে প্রকাশ করেন। সকল শিক্ষার্থী তাদের ফলাফল দেখতে ভিড় করে। অনেক সময় অভিভাবক শিক্ষার্থীর পক্ষে রেজাল্ট দেখতে আসে।

👉 [ [ আরো পড়ুন : বাংলাদেশ শিক্ষা বোর্ডের ফলাফল সবার  আগে কিভাবে পাবেন ] ]

এছাড়াও সকল শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ব্যাপ্তি পাবলিক পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে। শিক্ষা বোর্ডের আওতাধীন সকল পরীক্ষা্র ফলাফল বাংলাদেশের শিক্ষা বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে http://www.educationboard.gov.bd/ প্রকাশ করা হয়।

আজ আমরা জানবো কিভাবে বাংলাদেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে থেকে ফলাফল দেখা যায় এ বিষয় নিয়ে বিস্তারিতঃ

বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা বোর্ডের ফলাফল দুটি উপায়ে পেতে পারে।
১। ওয়েবসাইটের মাধ্যমে ও ২। SMS এর মাধ্যমে

👉 ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল:

ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা বোর্ডের ফলাফল পেতে নিচে দেয়া পদ্ধতি গুলো অনুসরণ করুন: ওয়েবভিত্তিক শিক্ষা বোর্ডের ফলাফল পেতে প্রথমে শিক্ষার্থীদের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করতে হবে।

        [ [সবার আগে ফলাফল পেতে ] ]

প্রথমত, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম, বৃত্তিমূলক ফলাফল যা শিক্ষার্থীরা দেখতে চায় তা নির্বাচন করুন। তারপর শিক্ষার্থীদের পাসের সাল নির্বাচন করুন। তারপর শিক্ষা বোর্ড নির্বাচন করুন। তারপর রোল নম্বর দিন। রেজিস্ট্রেশন নম্বর দিন। তারপর স্কিনে দেয়া এনক্রিপ্ট নম্বর বা সংখ্যা যোগ করে টাইপ করুন। এবং সবশেষে, সাবমিট বাটুনে ক্লিক করুন।

সবার আগে HSC পরীক্ষার রেজাল্ট । বাংলাদেশ শিক্ষা বোর্ডের ফলাফল । HSC Result 2022


HSC & ALIM Exam Result Marksheet:

Result website: http://www.educationboardresults.gov.bd/

Official website: http://www.educationboard.gov.bd/


Madrasah Board Exam Result Marksheet:

Official website: http://www.bmeb.gov.bd/


👉SMS এর মাধ্যমে ফলাফল

এসএমএস এর মাধ্যমে শিক্ষা বোর্ডের ফলাফল পেতে নিচে দেয়া উদাহরণ অনুসরণ করুন:

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার প্রক্রিয়ার জন্য প্রথমে ফোনের এস এম এস অপশনে যান এরপর এইচএসসি/আলিম, বৃত্তিমূলক ফলাফল যা শিক্ষার্থীরা দেখতে চায় তা নির্বাচন করুন। যেমন: টাইপ করুন HSC/ALIM (স্পেস) তারপর সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে (স্পেস) তারপর রোল নম্বর লিখে (স্পেস) এবং পরীক্ষার বছর টাইপ করুন। সবশেষে, পাঠিয়ে দিন 16222 নম্বর এ।

HSC<Space>DHA <Space>your roll no<Space>2022 Send SMS 16222

Example: HSC DHA 25946
7 2022 and send to 16222

DAKHIL<Space>MAD <Space>your roll no<Space>2022 Send SMS 16222

Example: ALIM MAD 259667 2022 and send to 16222


শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের শিক্ষা বোর্ডের ফলাফলও পেতে পারে। এই প্রক্রিয়ায় তাদের একটি স্মার্টফোন প্রয়োজন এবং তারপর গুগল প্লে স্টোর থেকে শিক্ষা বোর্ড রেজাল্ট অ্যাপটি ইনস্টল করুন তারপর তাদের বোর্ডের নাম লিখুন, তাদের পরীক্ষার নাম নির্বাচন করুন, রোল নম্বর টাইপ করুন, বছর, এবং তারপর অ্যাপটি ফলাফল দেখায়।

উপরে দেওয়া উল্লেখিত নির্দেশনা গুলো অনুসরণ করে সিস্টেমগুলির মাধ্যমে, বাংলাদেশের শিক্ষার্থীরা সহজেই তাদের কাঙ্ক্ষিত শিক্ষা বোর্ডের ফলাফল সবার আগে পেতে পারেন।



Next Post Previous Post