সেরা ১৫টি ফ্রি অনলাইন কোর্স: ঘরে বসেই বিশ্বমানের শিক্ষা
বর্তমানে সময়ের সাথে সাথে অনলাইন কোর্স বেশ জনপ্রিয়তা লাভ করছে। অনলাইন কোর্সের সব চেয়ে বড় সুবিধা হচ্ছে এক বার না বুজলে যতবার ইচ্ছা ততবার দেখা যায়। এছাড়াও প্রচলিত কোচিং সেন্টারগুলোর চেয়ে অনেক কম মুল্যে আপনি যে কোন কোর্স অনলাইনে করার সুযোগ পাচ্ছেন। এমনকি অনেক সাইট বা সংস্থা রয়েছে যারা সম্পূর্ণ ফ্রিতে কিছু কোর্স শেখায় এবং কোর্স শেষে সার্টিফিকেট ও প্রদান করে থাকে।
অনেকের আবার ফ্রি ও পেইড দুটি বিষয়ই রয়েছে। তাই অতিরিক্ত সময় অপচয় ও অর্থ ব্যয় করে কোচিং সেন্টারে যেতে হবে না। বর্তমানে স্পোকেন ইংলিস, ফ্রিলান্সিং, ওয়েব ডিজাইন, আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ভেলপমেন্ট, এইচটিএমএল,পাইথন, জাভা স্ক্রিপ্ট, সি প্রোগ্রামিং,আই টি, বিজনেস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং কোর্সের পাশাপাশি সব ধরনের একাডেমিক কোর্স এখন অনলাইনে পাওয়া যায়।
যা শিখে আপনি স্কিল ডেভেলপমেন্ট সহ আপনার সিভিতে যোগ করে উন্নত ক্যারিয়ার গড়তে পারেন। এরকম আরো অনেক সাইট বা সংস্থা রয়েছে যারা ফ্রিতে অনলাইন কোর্স অফার করে থাকে। তবে পেইড সাইটে আপনি বেশি ফিচার পেয়ে থাকবেন যেমন কোর্স কেনার পরবর্তী সাপোর্ট, আপডেট ক্লাস ইত্যাদি।
প্রিয় পাঠক, আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে ফ্রি কোর্স করা যায়। কোথায় করা যায়, সে সাইট গুলোর নাম সহ বিস্তারিত।
অনলাইন কোর্সের জন্য সেরা ১৫ টি লার্নিং সাইট
ইংরেজিতে অনলাইন কোর্স করার জন্য হাজারো সাইট রয়েছে। প্রতিযোগী বেশি হওয়ায় অবস্থান ধরে রাখতে তাদের সব চেয়ে সেরা সার্ভিস বা কোর্স অফার করার কোন বিকল্প নেই। এই সকল এডুকেশন বা লার্নিং সাইটে প্রায় সব ধরনের কোর্সই পেয়ে যাবেন। নিচে তা দেওয়া হলঃ
১। খান একাডেমী –(Khan Academy) শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য
খান একাডেমী একটি অমুনাফা ভোগী সংস্থা সারা বিশ্বব্যাপি ফ্রি শিক্ষা বিস্তারের লক্ষ নিয়ে তারা বেশ কয়েক বছর যাবত কাজ করে যাচ্ছে। এটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য ফ্রি কোর্স অফার করে থাকে। কিন্ডারগার্ডেন থেকে শুরু করে কলেজ লেভেলের প্রায় সকল বিষয়ে এখান থেকে ফ্রিতে শিখতে পারবেন, গনিত, গ্রামার, বিজ্ঞান, ইতিহাস, এপি এক্সামস সহ বিভিন্ন বিষয় ফ্রিতে শেখার অন্যতম একটি ফ্রি প্লাটফর্ম এটি। এই জনপ্রিয় লার্নিং সাইটের গর্বিত অংশীদার হিসেবে রয়েছে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, গুগল, অ্যান এবং রিড হ্যাস্টিং। খান একাডেমীর কোর্সগুলো ফ্রিতে শিখতে এখানে ভিজিট করুন
২। গুগল ডিজিটাল গ্যারেজ –(Google Digital Garage)
গুগল ডিজিটাল গ্যারেজ হল গুগলের একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি অনলাইনে গুগল এর Digital Marketing, Career Development, Data and Tech, ক্যাটাগরি থেকে বিভিন্ন বিষয়ের উপর মোট ১৫৬ কোর্স এখান থেকে শিখেতে পারবেন। তাই আপনি চাইলেই যে কোন আপনার কাঙ্ক্ষিত কোর্সটি সুন্দর ভাবে শিখতে পারেন। তাদের কোর্স মধ্যে রয়েছে, Fundamentals of digital marketing, Get a business online, Make sure customers find you online, Promote a business with online advertising, Promote a business with content, Understand the basics of code, Land your next job সহ আরো অনেক কোর্স রয়েছে।
গুগলের কোর্সগুলো সম্পন্ন করতে প্রতিটি কোর্সে Modules এর Lessons ভিডিও আকারে দেওয়া থাকবে। আপনাকে সেগুলো সম্পন্ন করতে হবে। এভাবে প্রতিটি Modules Test সম্পন্ন করতে হবে। প্রত্যেকটি Modules এর Lessons শেষে এক্সাম টেস্ট দিয়ে পরবর্তী ধাপে যেতে হয়। এভাবে সবকটি Modules সম্পন্ন করলে ফাইনাল পরীক্ষা জন্য সবগুলো বিষয়ের উপর একটি পরীক্ষা দিতে হবে। সেটি সম্পন্ন করলেই গুগল থেকে আপনার দক্ষতার একটি সার্টিফিকেট প্রদান করবে।
গুগলের এই কোর্সগুলো করতে এখানে ক্লিক করুন
৩। আলিসন -(Alison)
আলিসন বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি লার্নিং প্লাটফর্ম। আপনি চাইলে সকল ধরনের কোর্স শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। টেকনোলোজি, ভাষা, বিজ্ঞান, মানুষিক ও শারীরিক স্বাস্থ্য, বিজনেস, গনিত, ফ্যাশন, ডিজাইন, ব্যাক্তিগত স্কিল সহ কয়েক ডজন বিষয়ের উপর সম্পূর্ণ ফ্রি কোর্স রয়েছে তাদের।
আমার মতে আলিসন সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাজানো একটি ফ্রি প্লাটফর্ম। তবে আপনি প্রিমিয়ার ফিচারও উপভোগ করতে পারেন। প্রিমিয়ার সাবস্ক্রাইব করলে আপানার সামনে কোন বিজ্ঞাপন আসবে না, ফ্রি সিভি বিল্ডার সহ বেশ কিছু ফিচার। এর জন্য আপনাকে মাসিক ৭.৯৯ ডলার প্রদান করতে হবে। এছাড়াও তারা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করে থাকে। তাদের সার্টিফিকেটটি ভেরিফাই করার সুবিধা রয়েছে। আপনাকে ডিজিটাল সার্টিফিকেট, প্রিন্টেড ও ফ্রেমড সার্টিফিকেটের জন্য যথাক্রমে ২১, ২৭, ও ৩৭ ডলার পরিশোধ করতে হবে। আলিসন (Alison) এর সার্টিফিকেট আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও গ্রহনযোগ্য। কোর্সগুলো করতে এখানে ক্লিক করুন
৪। কোর্সেরা –(Coursera)
কোর্সেরা হল সেখানকার সেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, সেইসাথে সবচেয়ে জনপ্রিয় এটি। তারা গুগল, আইবিএম, স্ট্যানফোর্ড এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মতো ১৯০ টিরও বেশি শীর্ষস্থানীয় সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলির সাথে সহযোগিতা করে এবং তাদের সম্পূর্ণরূপে অনলাইনে অধ্যয়নের জন্য হাজার হাজার কোর্স এবং বিশেষীকরণ রয়েছে। নিয়মিত বিনামূল্যে অনলাইন লার্নিং কোর্সের উপরে, আপনি নামমাত্র ফি দিয়ে পেশাদার সার্টিফিকেট এবং সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করতে পারেন। অথবা, আপনি কোর্সেরা প্লাসে যোগ দিতে পারেন, যা প্রায় $ 59/মাস, যেখানে কোর্সেরা সম্পূর্ণ সার্টিফিকেট সুবিধা সহ যতগুলি কোর্স এবং ক্লাস নিতে চান তার জন্য সীমাহীন প্রবেশাধিকার প্রদান করে! আপনি এখানে ৭ দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল পেতে পারেন।
তাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কোর্স সমূহের মধ্যে রয়েছে: গুগল আইটি সাপোর্ট প্রফেশনাল সার্টিফিকেট, আলোচনা, মধ্যস্থতা এবং দ্বন্দ্ব সমাধানের বিশেষত্ব, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মাস্টার, ভৌত রসায়নের ভূমিকা ইত্যাদি। কোর্সেরার ফ্রি কোর্সগুলো করতে এখানে ভিজিট করুন
৫। লিঙ্কডইন –(LinkedIn Learning)
লিঙ্কডইন লার্নিং প্লাটফর্মটি আমাদের তালিকার নিচের দিকে আসতে পারে, কিন্তু এটি এখনও সেখানে সেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। তাদের সকল বিষয় আপনার ক্যারিয়ারকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সবকিছু অন্তর্ভুক্ত করেছে, তা গ্রাফিক ডিজাইন, ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং,নেতৃত্বের দক্ষতা, স্প্রেডশীট, মোশন গ্রাফিক্স, ব্যক্তিগত কার্যকারিতা, তথ্য বিশ্লেষণ, চাকরি খোঁজা, ব্যবসায়িক বুদ্ধি, ভিডিও এডিটিং, পেশাগত শিক্ষা, কর্মজীবন ব্যবস্থাপনা, প্রোগ্রামিং ভাষা, ভিডিও পোস্ট-প্রোডাকশন সহ সকল বিষয়ের উপর। লিঙ্কডইন কোর্সগুলো করতে এখানে ভিজিট করুন
৬। ফিউচারলার্ন –(Future Learn)
ফিউচারলার্ন আপনাকে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় এবং কোম্পানি থেকে অনলাইনে কোর্স শিখতে দেয়, যার মধ্যে ব্রিটিশ কাউন্সিল, দি ওপেন ইউনিভার্সিটি, কিংস কলেজ লন্ডন, মোনাশ ইউনিভার্সিটি, কডিং, এবং ইউনিভার্সিটি অফ জন হোপকিং এর মত প্রতিষ্ঠানগুলো রয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় অংশীদারিত্বের উপরে, তারা অ্যাকসেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ব্রিটিশ লাইব্রেরি এবং ইউনেস্কোর মতো বিশেষজ্ঞ সংস্থার সাথেও অংশীদারিত্ব করে।
ব্যক্তিগত বিকাশের ভিডিও পাঠ থেকে কর্মসংস্থান-সংক্রান্ত কোর্সের বিষয়বস্তু পর্যন্ত, ফিউচারলার্ন অবশ্যই আমাদের সেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তালিকার শীর্ষে তার স্থান পাওয়ার যোগ্য। ফিউচারলার্নের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কোর্স বিষয়গুলো মধ্যে রয়েছে- ব্যবসা ব্যবস্থাপনা, ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড মিডিয়া, প্রকৃতি ও পরিবেশ, রাজনীতি ও সমাজ, সাহিত্য, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, প্রকৌশল ও গণিত, আইন, ইতিহাস, আইটি ও কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য ইত্তাদি।ফিউচারলার্ন কোর্সগুলো করতে এখানে ভিজিট করুন
৭। উদাসিটি – (Udacity)
উদাসিটি হল পেইড এবং ফ্রি অনলাইন কোর্সের সংমিশ্রণ প্লাটফর্ম, কিন্তু তাদের কিছু বিশেষ অংশীদারিত্ব রয়েছে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে। তাদের সহযোগী সংগঠন হল গুগল, আইবিএম, এডব্লিউএস এবং লিফ্ট। তারা রয়েছে উচ্চ মানের প্রযুক্তি কোর্সে বিশেষজ্ঞ,তারা ব্যবসা, ক্যারিয়ার অগ্রগতি, পণ্য ব্যবস্থাপনা এবং আরও অনেক কোর্স অফার করে থাকে। তাদের মধ্যে রয়েছে, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স/ডেটা অ্যানালাইসিস, উড়ন্ত গাড়ি এবং স্বায়ত্তশাসিত ফ্লাইট ইঞ্জিনিয়ারিং কোর্স। উদাসিটির অনলাইন লার্নিং ওয়েবসাইট বিষয়ে বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন
৮। উডিমি – (Udemy) – বেস্ট বাজেট লার্নিং কোর্স
উডিমির সাথে আমরা অনেকেই পরিচিত। কম বাজেটে এক্সপার্টদের বিভিন্ন লেকচার ও কোর্স এর জন্য উডিমি বেশ সুখ্যাতি লাভ করেছে। এর বেশিরভাগ টিউটরই ফ্রিল্যান্সার, বিভিন্ন স্কুল কলেজের প্রভাষক ও শিক্ষক/শিক্ষিকা। বছরের বিভিন্ন সময়ে ও বিশেষ দিন গুলো উপলক্ষে তারা নানা অফার ও বিশেষ ডিস্কাউন্ট দিয়ে থাকে। টেক, বিজনেস, পার্সোনাল স্কিল ডেভলপমেন্ট কোর্সের পাশাপাশি নানা প্রোডাক্টিভিটি, স্বাস্থ্য, হবি এবং লাইফ স্টাইল কোর্সও পেয়ে যাবেন এখানে। সব মিলিয়ে আপনি যদি কম দামের মধ্যে কমপ্লিট কোর্স খুঁজে থাকেন তবে আপনি উডিমি থেকে কোর্স করতে পারেন। উডিমির কোর্সগুলো করতে এখানে ভিজিট করুন
৯। ইডিএক্স –(EdX)
মুলত ইউনিভার্সিটি স্টুডেন্টস দের টার্গেট করে এই প্লাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এর সকল বিষয়ের উপর এদের লেকচার বা কোর্স রয়েছে। আর এই সকল কোর্স এর টিচার বেশির ভাগই হার্ভার্ড, ইউনিভার্সিটি অভ শিকাগো, জর্জটাউন, ডার্টমাউথ সহ অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয়ের। ইডিএক্স এর দৈনিক শিক্ষার্থীর সংখ্যা গড়ে প্রায় ৫ লক্ষ। এর সর্বাধিক জনপ্রিয় কোর্সগুলোর মধ্যে রয়েছে বিজনেস, ডাটা সাইন্স, কম্পিউটার সাইন্স, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং,গনিত, ইতিহাস, স্বাস্থ্য, আইন, মেডিসিন ইত্যাদি। ইডিএক্স এর কোর্সগুলো করতে এখানে ভিজিট করুন
সম্পূর্ণ বাংলায় দেশের সেরা অনলাইন কোর্স ও ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থায়ও এসেছে পরিবর্তন। বর্তমান সময়ে বাংলাদেশে বেশ কয়েকটি অনাইন কোর্স প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে এবং এখানে ফ্রি ও পেইড উভয় ধরনের ফিচার রয়েছে। তবে ইন্টারন্যাশনাল লার্নিং প্লাটফর্মের তুলনার আমরা কিছুটা পিছিয়ে আছি। বিশেষ করে একই লার্নিং প্লাটফর্মে এক সাথে সবগুলো কোর্স না থাকা। অনলাইন কোর্স করার জন্য বাংলাদেশের সেরা কয়েকটি প্লাটফর্ম বা সাইটগুলোর নাম নিচে দেওয়া হল।
১০। মুক্তপাঠ- (Muktopaath)
বাংলাদেশ সরকারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই লার্নিং প্লাটফর্মটি গড়ে উঠেছে। এখানে তথ্যপ্রযুক্তি, শিক্ষা,দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থান, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সাংবাদিকতা ও বৈদেশিক কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ের উপর কোর্সগুলো গঠন করা হয়েছে। এখানে বাংলাদেশের আলোচিত মটিভেশনাল স্পীকার ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক দ্বারা পাঠ কার্যক্রম শেখানো হয়েছে।
মুক্তপাঠে কোর্সগুলো করতে এখানে ভিজিট করুন
১১। শিক্ষক বাতায়ন
বাংলাদেশ সরকারে শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই লার্নিং প্লাটফর্মটি গড়ে উঠেছে। এখানে সাধারন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বিষয়ের উপর পাঠ প্রদর্শন হয়ে থাকে। এবং প্রাথমিক ও মাধ্যমিকের সকল বিষয়ের লেকচার রয়েছে। মূলত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকারা তাদের তৈরিকৃত লেকচার পিডিএফ ও ভিডিও আকারে আপলোড করে থাকে এবং শিক্ষার্থীরা এখান থেকে ফ্রিতে তাদের ভিডিও লেকচার দেখে নিতে পারবেন ও পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন।
আপনি শিক্ষক বাতায়নে কোর্স করতে চাইলে এখানে ক্লিক করুন
১২। বহুব্রীহি –(Bohubrihi)
যেকোনো বিষয়ের উপর কমপ্লিট স্কিল ডেভেলপমেন্ট করতে চাইলে বিশেষ করে বাংলা ভাষায় কোন কোর্স খুঁজে থাকলে আপনি বহুব্রীহি থেকে কোর্স করতে পারেন। ইউটিউবিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ডাটা সায়েন্স ও এনালাইসিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার সুযোগ থাকছে এখানে। বহুব্রীহির সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে দ্যা ডেইলি স্টার, সমকাল, আইডিএলসি সহ অনেক স্বনামধন্য় প্রতিষ্ঠান। আপনি বহুব্রীহিতে কোন কোর্স করতে চাইলে এখানে ক্লিক করুন
১৩। রেপটো এডুকেশন সেন্টার –(Repto Education Center)
রেপটো উডিমির এর আদলে গড়া বাংলাদেশি লার্নিং সাইট। এখানে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অটোক্যাড টুডি থ্রি ডি, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এর মতো অসংখ্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স রয়েছে। সাশ্রয়ী মুল্যে আপনার পছন্দের কোর্সটি এনরল করে আপনার ব্যাক্তিগত দক্ষতা বাড়িয়ে তুলতে পারেন। আপনি রেপটো এডুকেশন সেন্টারে কোর্স করতে চাইলে এখানে ক্লিক করুন
১৪। ই-শিখন-( eshikhon)
যারা কিনা বিসিএস কিংবা বিভিন্ন জবের প্রিপারেসনের জন্য একটি ভালো সাইট খুঁজছেন তারা এটি ভিজিট করতে পারেন। বিগত সময়ের বিসিএস ও সরকারি বেসরকারি বিভিন্ন পরিক্ষায় আশা প্রশ্ন ও উত্তর সহ আরও রয়েছে- ফ্রিলান্সিং, ওয়ার্ডপ্রেস, গ্রাফিক্স ডিজাইন, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
আপনি ই-শিখনে কোর্স করতে চাইলে এখানে ক্লিক করুন
১৫। টেন মিনিট স্কুল –(10 Minute School)
বাংলাদেশের জনপ্রিয় মটিভেশনাল স্পীকার, তরুন উদ্যোক্তা আয়মান সাদিক ও রবির পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা এই সাইটিটে রয়েছে একাডেমিক নানা কোর্স ও পার্সোনাল স্কিল দেভেলপেমেন্ট করার জন্য ফ্রি কোর্স। প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সকল ক্লাস, ইউনিভার্সিটির প্রায় সকল বিষয়ের লেকচার রয়েছে এখানে। আরো নতুন নতুন কোর্স যোগ করা হচ্ছে। আপনি টেন মিনিট স্কুলে কোন কোর্স করতে চাইলে এখানে ক্লিক করুন