টাইপ শেখার সেরা ১০টি ফ্রি টাইপিং সফটওয়্যার । top 10 free online typing course, Keyboard trainer

টাইপ শেখার সেরা ১০টি ফ্রি টাইপিং সফটওয়্যার ।  top 10 free online typing course, Keyboard trainer

👉 এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ:
        1. Typing Club
        2. Rapid Typing
        3. Typing Master
        4. Typing.com
        5. Rata Type
        6. 10 Fast Fingers
        7. The Typing Cat
        8. Typing Trainer
        9. Typing Bolt
       10. Touch Typing Study

১। Typing Club

টাইপিং ক্লাব অনলাইনে টাইপিং শেখার জন্য জনপ্রিয় ও অন্যতম একটি সফটওয়্যার হলো টাইপিং ক্লাব। টাইপিং ক্লাব একজন শিক্ষকের মতোই নতুনদের জন্য টাইপিং শিখানো জন্য কাজ করে। ওয়েব ভিত্তিক এই সফটওয়্যারটি সহজেই শিক্ষার্থীদের রাইটিং শেখানোর কাজে সহযোগিতা করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে স্কিল ডেভেলপের জন্য টাইপিং ক্লাব সফটওয়্যার এর বিকল্প নেই। এই সফটওয়্যারটি ব্যবহার করে অনেক অল্প সময়ের মধ্যেই টাইপিং স্পিড বাড়ানোর পাশাপাশি একটি ফ্রী সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। www.typingclub.com


২। Rapid Typing

রাপিড টাইপিং একটি অনলাইন ভিত্তিক ফ্রি সফটওয়্যার। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী টাইপিং কাজ পরিচালনা করতে পারে। আপনি কি গেম খেলে টাইপিং শিখতে চাচ্ছেন তাহলে রাপিড টাইপিং এর চেয়ে ভাল কোন সফটওয়্যার আপনি নাও পেতে পারেন। কেননা এখানে আপনি বিভিন্ন গেম খেলার পাশাপাশি বিনোদনমূলক এবং শিক্ষামূলক লেসনে টাইপিং আকারে স্থাপন করা হয়েছে। আর এর মাধ্যমে আপনি বেশি অনুশীলন করতে পারবেন। আপনি চাইলে এই সফটওয়ারের মাধ্যমে অতি সহজে আপনার টাইপিং স্পিডকে দ্বিগুণ করতে পারবেন এবং এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার স্কিল ডেভেলপমেন্ট জন্য ব্যাপক সহায়ক হবে। এছাড়া এটি ভার্চুয়াল ভোটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। টাইপিং স্পিডে দক্ষতার অর্জনের জন্য প্রতিটি শিক্ষার্থীকে সময় নির্ধারণ করে দেওয়া হয়। এবং টাইপিং শেষে ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করে এক্সাম দিতে হয়। পরীক্ষার সকল প্রক্রিয়া শেষে প্রতিটি শিক্ষার্থীকে একটি ফ্রি সার্টিফিকেট প্রদান করা হয়। rapidtyping.com

৩। Typing Master

টাইপিং মাস্টার একটি ওয়েব ভিত্তিক অনলাইন টাইপিং সফটওয়্যার। এখানে আপনি আপনার টাইপিং গতি পরীক্ষা করুন বিনামূল্যে। অনলাইন আপনার টাইপিং গতি WPM এবং সঠিকতা দেখাবে। আপনাকে সে পরীক্ষাটি ক্র্যাক করতে হবে অনুশীলন করার জন্য। আপনি এখানে আরও পরীক্ষা দিতে পারেন, এটি টাইপিংয়ের জন্য একটি গতি উন্নত করার সফ্টওয়্যার হিসাবে ব্যবহার করা যেতে পারে। অন্যোন্য ওয়েব ভিত্তিক অনলাইন টাইপিং প্লাটফর্ম এর মতো টাইপিং মাস্টার ও অন্নতম। www.typingmaster.com

[ [ আরো পড়ুন : Free Writing Certificate Course/Rata type Basic Course  ] ]

৪। Typing.com

টাইপিং .কম এমন একটি টাইপিং সফটওয়্যার যার মাধ্যমে ফ্রী টাইপিং প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এখানে শিক্ষক ও ছাত্রদের জন্য আলাদা আলাদা লেসন এড করা হয়েছে। এবং এখানে ১ মিনিট ৩ মিনিট ও ৫ মিনিট টাইপিং টেস্ট টাইম আকারে যুক্ত করা হয়েছে। এবং ১ পেজ থেকে ৩ পর্যন্ত পেজ টেস্ট দিতে হবে নিজের টাইপিং টেস্টের দক্ষতা বাড়ানোর জন্য। প্রতিদিনের টাইপিং স্পিড বাড়ানোর জন্য তাদের দেওয়া লেসন্স দেখে দেখে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে শিখতে হবে। www.typing.com

৫। Rata Type

রাটা টাইপ হল এমন একটি ওয়েব ভিত্তিক টাইপিং সফটওয়্যার। যার মাধ্যমে সকল বিগেনারদের অতি সহজে টাইপিং স্পিড শেখানো রোড আকারে বিভিন্ন ওয়ার্ড কে বিভক্ত করা হয়েছে। আপনি চাইলে তখন থেকেই আপনার স্পিড অধিক করতে পারবেন সামান্য একটু পরিশ্রমে। এই সফটওয়্যারটির মাধ্যমে অতি সহজে টাইপিং স্পিড বাড়াতে পারবেন। এবং এই টাইপ সফটওয়্যার টি তাদের স্পিড অ্যাকুরেসি ফলাফল অতি সহজেই দিয়ে দেয়। যার ফলে আপনি কোন ঝামেলা ছাড়াই পাবেন একটি দক্ষতার সার্টিফিকেট। আপনি চাইলে এই সার্টিফিকেটটি বিভিন্ন জায়গায় বা চাকরির ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন এবং এই সার্টিফিকেটটি যেকোন জায়গা থেকে যে কেউ ভেরিফাই করে দেখতে পারবে। www.ratatype.com

টাইপ শেখার সেরা ১০টি ফ্রি টাইপিং সফটওয়্যার ।  top 10 free online typing course, Keyboard trainer

৬। 10 Fast Fingers

টেন ফাস্ট ফিঙ্গার অ্যাপ্লিকেশন্ সফটওয়্যারটি অনলাইন ভিত্তিক ফ্রী টাইপিং শেখার একটি অন্যতম প্লাটফ্রম। যার মাধ্যমে টাইপিং এর উপর বিশেষ দক্ষতা অর্জন করা যায়। টাইপিং স্পিড বাড়ানোর জন্য নতুন এবং পুরাতন শিক্ষার্থীরা টেন ফাস্ট ফিঙ্গার অ্যাপ্লিকেশনে নিবন্ধন করে টাইপিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এবং এখানে গেমস খেলার মাধ্যমে টাইপিং শেখা যায়। এডভান্স টেক্সট কাস্টম টেক্সট সহ বিশেষ প্রতিযোগিতা মূলক ভাবেও টাইপিং শেখানো হয়। 10fastfingers.com

৭। The Typing Cat

দি টাইপিং ক্যাট একটি ওয়েব ভিত্তিক অনলাইন টাইপিং টেস্ট প্লাটফর্ম।এটি অল্পসময়ের মধ্যেই বিগেনারদের জন্য বোর্ডের সাহায্যে দ্রুত টাইপিং শেখার কাজ করে থাকে। এর পাশাপাশি এই সফটওয়্যারটি প্রতিটি শিক্ষার্থীর টাইপিং এর উপর দক্ষতা অর্জন করতে সাহায্য করে। এই টাইপিং সফটওয়্যারটির দ্বারা সম্পূর্ণ আলফাবেট এর পরিপূর্ণতা প্রকাশ পায়। যার দ্বারা প্রতিটি শিক্ষার্থী ভাল ভাবে রাইটিঙয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। সবশেষে তারা একটি ফ্রী সার্টিফিকেট প্রদান করে। thetypingcat.com

৮। Typing Trainer

টাইপিং ট্রেইনার এর মূল বিষয়টি নামের মধ্যেই প্রকাশ পায়। টাইপিং ট্রেইনার প্রাইসিং নারদের টাইপিং স্পিড শেষে দ্রুত ফলাফল সম্পন্ন করে দেয়। এই পদ্ধতিতে ট্রেইনাররা তাদের ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল পায়। এই ওয়েবসাইট প্রতিটি শিক্ষার্থীকে বিভিন্ন লেসন্স থেকে ওয়াড ও নাম্বার কী, সিম্বল, গেমস ইত্যাদি বিষয় অনুসারে স্পিডের দক্ষতা সম্পন্ন করে। এবং সকল লেসন্স শেষে ফাইনাল পরীক্ষা সম্পন্ন করতে হয়। সবশেষে প্রীতি নম্বরসহ ফ্রিতে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। যা পরবর্তীতে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে আসবে। www.typingtest.com

৯। Typing Bolt

টাইপিং বোল্ট হল একটি ওয়েব ভিত্তিক টাইপিং টিউটর টুল। যা আপনাকে বোল্ট এআই এর সাহায্যে টাচ টাইপিং শিখতে সাহায্য করবে। এই টাইপিং বোল্ট সফটওয়্যারটি ব্যবহারকারীর দক্ষতা অনুযায়ী একটি টাইপিং কোর্স অফার করতে পারে। এর বৈশিষ্ট্য হল এটি প্রতিটি স্বতন্ত্র ব্যবহারকারীর জন্য অপ্টিমাইজ করা শব্দ চয়ন করে। স্মার্ট শিক্ষানবিস এর সকল পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ করে। এই কম্পিউটার টাইপিং সফ্টওয়্যারটি আপনার কর্মক্ষমতার রিয়েল-টাইম পরিসংখ্যান সরবরাহ করে। এবং আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন স্তরে সামঞ্জস্য করতে সহায়তা করে। সবশেষে একটি দক্ষতার সার্টিফিকেট প্রদান করে। www.typingbolt.com

১০। Touch Typing Study

টাচ টাইপিং স্টাডি একটি অনলাইন ভিত্তিক টাইপিং টিউটোরিয়াল টুল, যা আপনার টাইপিং দক্ষতা আপডেট করার জন্য সঠিক টাইপিং ক্ষত এবং অনুশীলন অফার করে। আপনার টাইপিং দক্ষতা মূল্যায়ন করার জন্য এটিতে একটি গতি পরীক্ষাও রয়েছে। এর মূল বৈশিষ্ট্য হল এটি বিভিন্ন ভাষায় উপলব্ধ ১৫টি লেসন ও পর্যাপ্ত ভাষায় বিনামূল্যে টাইপিং করা যায়। এই টাইপিং টিউটোরিয়াল সফ্টওয়্যারটিতে, পরবর্তীতে কী ঘটছে তা দেখার জন্য সমস্ত পাঠকে বিষয়গুলিতে বিভক্ত করা হয়েছে। এবং বেছে নেওয়ার জন্য বিভিন্ন কীবোর্ড লেআউট এবং গেমস আকারে টাইপিং প্রক্রিয়া সহ অসংখ্য লেআউট টাচ টাইপিং স্টাডিতে পাবেন। Typing study.com





Next Post Previous Post