১০৮৬ জনকে চাকরি দেবে বাংলাদেশ রেলওয়ে । Bangladesh Railway Job Circular 2021

১০৮৬ জনকে চাকরি দেবে বাংলাদেশ রেলওয়ে । Bangladesh Railway Job Circular 2021

" বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে ১০৮৬ টি শূন্য পদ পূরণের লক্ষে জনবল নিয়োগের জন্য  শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহবান করা হয়েছে।
  
বাংলাদেশ রেলওয়ে (বি আর) দেশের একটি প্রধান পরিবহন সংস্থা, একটি সরকারী মালিকানাধীন এবং সরকার-নিয়ন্ত্রিত সংস্থা। রেলওয়ে অভ্যন্তরীণ পরিবহন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, দেশের সমগ্র দৈর্ঘ্য এবং প্রস্থকে সংযুক্ত করে, এটি স্বাস্থ্যকর বৃদ্ধি স্বাভাবিকভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। ২ জুন, ১৯৮২ পর্যন্ত, রেলওয়ের ব্যবস্থাপনা ও উন্নয়ন একটি রেলওয়ে বোর্ডের উপর ন্যস্ত ছিল।

কিন্তু পরে বাংলাদেশ রেলওয়ে বোর্ডের কাজ যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগের উপর ন্যস্ত করা হয় এবং ডিভিশনের সচিব মহাপরিচালক হিসাবে কাজ করেন। বাংলাদেশ রেলওয়ে। একই উদ্দেশ্যে রেলওয়েকে দুইটি জোনে বিভক্ত করা হয়েছে, পূর্ব ও পশ্চিম, দুইজন মহাব্যবস্থাপকের প্রশাসনিক নিয়ন্ত্রণে, যারা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে দায়বদ্ধ। প্রতিটি জোনে একজন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, যিনি বিভিন্ন বিশেষায়িত বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সহায়তা করেন। বাংলাদেশ রেলওয়ে পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ট্রেন চলাচলের সাথে সম্পর্কিত বিআর-এর বিভিন্ন কাজ পরিদর্শনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদপ্তর স্থাপন করেছে।




 [ [ আরো পড়ুন :  কাস্টম হাউসে চাকরি  ] ]


নতুন এই বিজ্ঞপ্তিতে জনবল নিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd এ। অত্র সংস্থাটি তাদের খালাসি পদের জন্য মোট ১০৮৬ জনকে নিয়োগ দেবে। যোগ্যতা পূরণ সাপেক্ষ এতে আবেদন করতে পারবেন যে কেউ। আগামী ২০ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত, আবেদন করা যাবে অনলাইনে। আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান।    
   
এক নজরে দেখে নেই গুরুত্বপূর্ণ তথ্যাবলী 

 •  সংস্থার নাম:                                 বাংলাদেশ রেলওয়ে (বিআর) 

 •  পদের নাম:                                  খালাসি 

•  পদ সংখ্যা:                                    ১০৮৬ টি   

•  আবেদন মাধ্যম:                           অনলাইন   

•   আবেদন শুরু:                             ২০ ডিসেম্বর ২০২১

•   আবেদন শেষ:                             ২৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত

•   আবেদন ফি:                                ৫৬/- টাকা  

•   শিক্ষাগত যোগ্যতা:                      এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

•   বেতন:                                          ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

•   বয়সসীমা:                                      ১৮ থেকে ৩০ বছর

•   হেল্প লাইন (টেলিটক):                   ১২১

•   অফিসিয়াল ওয়েবসাইট:              www.railway.gov.bd  


যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ

অনলাইনে যারা আবেদন ফরম পূরণ করবেন তারা বাংলাদেশ রেলওয়ে এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পিডিএফ (PDF Form) টি পরলে বিস্তারিত জানতে পারবেন অথবা নিচে দেওয়া ধাপগুল অনুসরণ করে জেনে নিবেন।
    
নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউলোড করতে
 
১০৮৬ জনকে চাকরি দেবে বাংলাদেশ রেলওয়ে । Bangladesh Railway Job Circular

১০৮৬ জনকে চাকরি দেবে বাংলাদেশ রেলওয়ে । Bangladesh Railway Job Circular

অনলাইনে আবেদনের জন্য নিচে লিঙ্কে প্রবেশ করলে আপনার কাঙ্ক্ষিত আবেদন ফরমটি পেয়ে যাবেন। এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করুন। অবশ্যই আপনার আবেদন ফরম পূরণে দেওয়া তথ্যগুল সঠিক দেবেন। সবশেষে আবেদন ফরমে প্রদত্ত তথ্য যাচাই করে সাবমিট করুন।  

আবেদন করতে এখানে ক্লিক করুন 

আবেদন ফরম পূরণ কালে প্রার্থীকে নিজের একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি নির্ধারিত স্থানে Upload করতে হবে। যেখানে ছবির সাইজ হতে হবে ৩০০X৩০০ পিক্সেল এবং সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ কেবি। স্বাক্ষরের সাইজ হতে হবে ৩০০X৮০পিক্সেল এবং সাইজ অনুর্ধ্ব ৬০ কেবি রাখবেন।
 
এবার আপনার আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে কম্পিউটারে আপনার ছবি সহ একটি Applicant’s Copy দেখতে পাবেন। Applicant’s Copy টি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। Applicant’s Copy –এর সাথে একটি ইউজার আইডি (User ID) থাকবে, এই User ID ব্যবহার করে প্রার্থীকে আবেদন ফি বাবদ ৫৬/- টাকা জমা দিতে হবে।
আবেদন ফি দিতে পারবেন শুধুমাত্র টেলিটক সিম দিয়ে।কিভাবে মাত্র দু’টি SMS করে আবেদন ফি জমা দিবেন চলুন তা দেখে নেই নিচে দেওয়া উদাহরণের মাধ্যমে।

•    প্রথম SMS: BRPM <স্পেস> User ID লিখে SMS করুন 16222 নম্বর।
     Example: BRPM ABEDEF and Send 16222
     Reply: Applicant’s Name, Tk 56 will be charged as application fee. Your Pin is - xxxxxx
•    দ্বিতীয় SMS: BRPM <স্পেস> Yes <স্পেস> PIN লিখে SMS করুন 16222 নম্বর।
•    Example: BRPM Yes Pin-XXXXXX and Send 16222
 
প্রথম SMS পাঠানোরর পর একটি PIN নম্বর পাবেন ফিরতি SMS এ। উক্ত PIN নম্বর টাইপ করতে হবে দ্বিতীয় SMS এ। উপরে দেওয়া নিয়মে SMS দু’টি করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। একটি কনফার্মেশন SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। কনফার্মেশন SMS এ একটি Password পাবেন যে টি আপনাকে সংরক্ষণ করতে হবে।
  
পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে প্রবেশপত্র প্রকাশিত হলে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। তখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। আপনার User ID এবং Password ব্যবহার করে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তাদের কোন SMS দেওয়া হবেনা। অর্থাৎ শুধু মাত্র যোগ্য বলে বিবেচিত প্রার্থীগণ প্রবেশ পত্র ডাউনলোড সংক্রান্ত SMS পাবেন।
 
নিয়োগ পরীক্ষা 

আপনাকে বাংলাদেশ রেলওয়ে কাঙ্খিত পদে নিয়োগ দেওয়া হবে দু’টি পরীক্ষায় উত্তীর্ণ হলে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। যে সকল প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র সে সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক বা ভাইভা পরীক্ষায় যে সকল প্রার্থীগণ তাদের যোগ্যতা প্রদর্শন করতে পারবেন তারাই বাংলাদেশ রেলওয়ে আপনার কাঙ্খিত পদে নিয়োগ লাভ করবেন। 
  
উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করে অথবা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সঠিক ভাবে সকল প্রার্থীগণ নিজ দায়িত্বে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন।



Next Post Previous Post