ওমিক্রন বাড়ছে, কেমন মাস্ক পরবেন এই সময়ে? জানুন বিস্তারিত, Omicron - Readonbd
কাপড়ের মাস্কে কি ওমিক্রন আটকানো যায়?
ওমিক্রনের (Omicron) দাপটে সারা পৃথিবীর মানুষের মনে আতঙ্কের বিরাজ করছে। বেশ করে আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও দেখা দিয়েছে জটিল এই সমস্যা। রোজই আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রামন ঠেকাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।ওমিক্রন হাইলাইটস :
ওমিক্রন ভাইরাসটি খুবই সংক্রামক।
কাপড়ের মাস্কে কোনও সুরক্ষাবলয় থাকে না।
এমনকী দুটো সার্জিকাল মাস্কও পরা যায়।
এই সময়ে কেমন মাস্ক পরবেন।
স্বাস্থ্য ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে। আর এবারের করোনার তৃতীয় ঢেউতে একেবারে সামনের সারিতেই রয়েছে বাংলা - ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিদিন এখানে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় ভারত সহ বিশ্বের অনেক দেশের সরকার নানান পদক্ষেপ নেওয়ার সিন্ধান্ত নিচ্ছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সে ক্ষেত্রে একগুচ্ছ নিয়মের জালে আবদ্ধ হয়েছেন সাধারন মানুষ।
কিন্তু, সাধারন মানুষ যদি সরকারের দেওয়া সচেতনামুলক করোনা Covid-19 বিধি আগে থেকেই মেনে চলতো তবে আর এই দিন দেখতে হতো না। বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু মানুষের অসচেতনতার কারণেই করোনা নতুন রুপ ধারণ করে ওমিক্রনে পরিনিত হয়ে বিশ্বে এর আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে এবং আবার আমাদের এই পরিস্থিতির মূখে পরতে হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশ বারবার বলছেন, মানুষ যদি একটু কথা শুনত, একটু মানত করোনা বিধি তবে আর এই দিন দেখতে হতো না। তবে এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি। তাই সুস্থ থাকতে করোনা (Corona) নিয়ে মানুষকে আরও সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে করোনা থেকে মুক্তি পেতে মাস্ক (Mask) পরা হল অবশ্যক।
তবে এখানেও রয়েছে এক সমস্যা। বেশিরভাগ মানুষ মাস্ক হিসেবে কাপড়ের মাস্ক (Cloth Mask) পরেন। এই ধরনের মাস্কে কোনও সুরক্ষাবলয় থাকে না। ফলে ওমিক্রন (Omicron) বা করোনা ভাইরাসের অন্য ভ্যারিয়েন্ট সহজেই এই মাস্ক টপকে শরীরের অন্দরে প্রবেশ করতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, কাপড়ের মাস্ক বাদ দিয়ে আপনি থ্রি লেয়ার সার্জিকাল মাস্ক (Surgical Mask), এন ৯৫ মাস্ক অথবা একটু উন্নত মানের মাস্ক পরিধান করুন।
ওমিক্রন ও কাপড়ের মাস্কে সুরক্ষাবলয়
বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক আমরা ব্যবহার করি যাতে সামনে থাকা রোগাক্রান্ত কোনও ব্যক্তির মুখ থেকে বেরনো তরল বিন্দু (Aerosol) আমদের মুখে না ঢোকে। কারণ এই তরল বিন্দুর মধ্যে থাকে ভাইরাস। এবার কাপড়ের মাস্কের মধ্যে বড় বড় তরল বিন্দু আটকে গেলেও, ছোট তরল বিন্দু আটকায় না। আর এই তরল বিন্দুর হাত ধরে শরীরে প্রবেশ করে যায় ওমিক্রনের মতো ভাইরাস। তাই আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বিশেষজ্ঞদের এক গবেষণা বলছে, ওমিক্রন ভাইরাসটি খুবই সংক্রামক। এই ভাইরাসের স্পাইক প্রোটিনে (Spike Protein) ঘটেছে অনেক মিউটেশন। আর এই বদলের কারণে ওমিক্রন এতটা সংক্রামক হয়ে উঠেছে যে মাত্র কয়েকদিনের মধ্যে ভাইরাসটি হয়ে উঠেছে সারা পৃথিবীর কাছে ত্রাস। এতএব এই ভাইরাস নিয়ে আমাদের একটু বেশিই সতর্ক থাকতে হবে।
[ আরো পড়ুন: - বাংলাদেশে করোনা টিকা পেতে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন ]
স্বাস্থ্য ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে। আর এবারের করোনার তৃতীয় ঢেউতে একেবারে সামনের সারিতেই রয়েছে বাংলা - ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিদিন এখানে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় ভারত সহ বিশ্বের অনেক দেশের সরকার নানান পদক্ষেপ নেওয়ার সিন্ধান্ত নিচ্ছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সে ক্ষেত্রে একগুচ্ছ নিয়মের জালে আবদ্ধ হয়েছেন সাধারন মানুষ।
কিন্তু, সাধারন মানুষ যদি সরকারের দেওয়া সচেতনামুলক করোনা Covid-19 বিধি আগে থেকেই মেনে চলতো তবে আর এই দিন দেখতে হতো না। বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু মানুষের অসচেতনতার কারণেই করোনা নতুন রুপ ধারণ করে ওমিক্রনে পরিনিত হয়ে বিশ্বে এর আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে এবং আবার আমাদের এই পরিস্থিতির মূখে পরতে হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশ বারবার বলছেন, মানুষ যদি একটু কথা শুনত, একটু মানত করোনা বিধি তবে আর এই দিন দেখতে হতো না। তবে এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি। তাই সুস্থ থাকতে করোনা (Corona) নিয়ে মানুষকে আরও সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে করোনা থেকে মুক্তি পেতে মাস্ক (Mask) পরা হল অবশ্যক।
তবে এখানেও রয়েছে এক সমস্যা। বেশিরভাগ মানুষ মাস্ক হিসেবে কাপড়ের মাস্ক (Cloth Mask) পরেন। এই ধরনের মাস্কে কোনও সুরক্ষাবলয় থাকে না। ফলে ওমিক্রন (Omicron) বা করোনা ভাইরাসের অন্য ভ্যারিয়েন্ট সহজেই এই মাস্ক টপকে শরীরের অন্দরে প্রবেশ করতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, কাপড়ের মাস্ক বাদ দিয়ে আপনি থ্রি লেয়ার সার্জিকাল মাস্ক (Surgical Mask), এন ৯৫ মাস্ক অথবা একটু উন্নত মানের মাস্ক পরিধান করুন।
ওমিক্রন ও কাপড়ের মাস্কে সুরক্ষাবলয়
বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক আমরা ব্যবহার করি যাতে সামনে থাকা রোগাক্রান্ত কোনও ব্যক্তির মুখ থেকে বেরনো তরল বিন্দু (Aerosol) আমদের মুখে না ঢোকে। কারণ এই তরল বিন্দুর মধ্যে থাকে ভাইরাস। এবার কাপড়ের মাস্কের মধ্যে বড় বড় তরল বিন্দু আটকে গেলেও, ছোট তরল বিন্দু আটকায় না। আর এই তরল বিন্দুর হাত ধরে শরীরে প্রবেশ করে যায় ওমিক্রনের মতো ভাইরাস। তাই আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বিশেষজ্ঞদের এক গবেষণা বলছে, ওমিক্রন ভাইরাসটি খুবই সংক্রামক। এই ভাইরাসের স্পাইক প্রোটিনে (Spike Protein) ঘটেছে অনেক মিউটেশন। আর এই বদলের কারণে ওমিক্রন এতটা সংক্রামক হয়ে উঠেছে যে মাত্র কয়েকদিনের মধ্যে ভাইরাসটি হয়ে উঠেছে সারা পৃথিবীর কাছে ত্রাস। এতএব এই ভাইরাস নিয়ে আমাদের একটু বেশিই সতর্ক থাকতে হবে।
[ আরো পড়ুন: - বাংলাদেশে করোনা টিকা পেতে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন ]
সিডিসি কী বলছে?
এই ভাইরাস নিয়ে চিন্তিত আমেরিকাও। সেই দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) বলছে, করোনা টিকা না নেওয়া দুই বছর বয়সের বেশি সকলকে বাড়িতেও মাস্ক পরতে হবে। তাঁদের গাইডলাইন বলছে, একটি থ্রি লেয়ার মাস্কের নীচে পরতে হবে একটি মাল্টিলেয়ার কাপড়ের মাস্ক। মাস্কের মাধ্যমে মুখ পুরো ঢাকা থাকবে। আর সবথেকে বড় কথা এই কাপড়ের মাস্ক খোলার পরপরই তা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অপরদিকে থ্রি লেয়ার মাস্ক একবার ব্যবহার করেই ফেলে দেওয়া উচিত।
ওমিক্রন ঠেকাতে কী করবেন?
সিডিসি-এর বক্তব্য শুনেছেন ? সেই কথাই মেনে চলা উচিত। এছাড়া আপনি চাইলে এন৯৫ মাস্কও পরতে পারেন। এমনকী দুটো সার্জিকাল মাস্কও পরা যায়। তবে কেবল কাপড়ের মাস্কের ভরসায় থাকবেন না। এমনটা করলে ওমিক্রন ভাইরাসটি পাবে সুযোগ। সব সময় সচেতন হন। সুস্থ থাকুন।