Free writing Certificate Course/Rata type Basic Course

 Free Rata Typing  Basic Certificate Course 

Rata Type হল একটি অনলাইনে টাইপিং শেখানোর সফটওয়্যার। এটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে MS WORD টাইপিং এ দক্ষতা অর্জন করতে পারবেন।

রাটা টাইপ আপনার টাইপিং স্পিড পরীক্ষা নেওয়ার পর আপনার দক্ষতার একটি সার্টিফিকেট প্রদান করবে। সেটি আপনি আপনার সিভিতে যুক্ত করলে আপনার ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
আমরা কিভাবে অনলাইনে RATA TYPE এর মাধ্যমে আমাদের টাইপিং গতি বাড়ানোর জন্য কোর্সটি শিখবো। তার জন্য নিচের দেয়া লিঙ্কটিতে ক্লিক করুন।

 কোর্সটি শিখতে এখানে ক্লিক করুন

 প্রথমেই আপনাকে এখানে একটি জিমেইল আইডি দিয়ে SignUp করতে হবে। তারপর START TYPING NOW এ ক্লিক করে কোর্সটি শুরু করতে হবে।
 
কোর্সটির শুরুতেই কম্পিউটার কীবোর্ডে আপনার মিনিটে কত Word টাইপিং গতি এবং নির্ভুলতার পরীক্ষা করে আপনার WPM নাম্বার যুক্ত করতে হবে। তার উপর ভিত্তি করে এই সার্টিফিকেট কোর্সটির মোট নম্বর নির্ধারিত হবে।যা আপনার সার্টিফিকেটে পয়েন্ট হিসেবে দেয়া থাকবে।



এই কোর্সটিতে তিনটি ক্যাটাগরি থাকবে যেমনঃ PLATINUM, GOLD & SILVER এই তিন ক্যাটাগরিতে সার্টিফিকেট, টাইপিং স্পিড, ও প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। নিচে দেওয়া ছবিটির মতো:

আপনি নিচে দেওয়া TAKE A TYPING TEST এর ছবির উপর ক্লিক করে আপনি কোর্সটি শুরু করতে পারেন।
 

 কোর্সটি সম্পন্ন হওয়ার পর আপনাকে এরকম একটি সার্টিফিকেট প্রদান করবে। সেটি আপনাকে আপনার প্রোফাইলে লগইন করে ডাউনলোড করে নিতে হবে। এবং আপনার সার্টিফিকেটে একটি ভেরিফিকেশন লিংক দেওয়া থাকবে। আপনার সার্টিফিকেটটি সঠিক কি না তা যাচাই করার জন্য।
 

এই ভেরিফিকেশন লিংকে প্রবেশ করে আপনার সার্টিফিকেট নম্বরটি সেখানে বসালেই আপনার কোর্সটির বিস্তারিত তথ্য জানতে পারবে। আপনি এই কোর্সটি করে আপনার স্ক্লিল ডেভেলপমেন্টেও একধাপ এগিয়ে থাকবেন। এবং আপনি আপনার ক্যারিয়ারয়ে সহজেই যুক্ত করতে পারবেন নুতন একটি সার্টিফিকেট। আশা করি কোর্সটি করে আপনার দক্ষতা কাজে লাগাবেন।

Next Post Previous Post