Bengali Rhymes for Kids/ বাচ্চাদের মজার মজার ছড়া ও কবিতা


Bengali Poem for Kids/ বাচ্চাদের মজার মজার ছড়া ও কবিতা
বাচ্চাদের মজার মজার ছড়া ও কবিতা

সকালে উঠিয়া আমি
 
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।

আদেশ করেন যাহা মোর গুরুজনে,

আমি যেন সেই কাজ করি ভাল মনে।

ভাই বোন সকলেরে যেন ভালবাসি,

এক সাথে থাকি যেন সবে মিলেমিশে।

 
পারিব না এ কথাটি
 
পারিব না এ কথাটি বলিও না আর

কেন পারিেব না  তাহা ভাব এক বার।

পাঁচ জনে পারে যাহা

তুমি ও পারিবে তাহা

পার কিনা পার কর যতন আবার

এক বারে না পারিলে দেখ শত বার।

 
ছোটন ঘুমায়
-সুফিয়া কামাল
 
গোল কোরো না গোল কোরো না

ছোটন ঘুমায় খাটে।

এই ঘুমকে কিনতে হল

নওয়াব বাড়ির হাটে।

সোনা নয় রুপা নয়

দিলাম মোতির মালা

তাই তো ছোটন ঘুমিয়ে আছে 

ঘর করে উজালা।

 
মামার বাড়ি
-জসীমউদ্দীন
 
আয় ছেলেরা, আয় মেয়েরা

ফুল তুলিতে যাই,

ফুলের মালা গলায় দিয়ে

মামার বাড়ি যাই,

ঝড়ের দিনে মামার দেশে

আম কুড়াতে সুখ,

পাকা জামের মধুর রসে

রঙিন করে মুখ।

 
আয়রে আয় মিনি
 
আয়রে আয় মিনি

খোকার দুধে চিনি

দুধ খাবে না

 রাগ করেছে

খোকন যাদু মণি।

 
বাক বাকুম পাঁয়রা
 
বাক বাকুম পাঁয়রা

মাথায় দিয়ে টায়রা

বৌ সাজবে কাল কী

চড়বে  সোনার পালকি।

 
বড় কে
 
আপনাকে বড় বলে বড় সে নয়,

লোকে যারে বড় বলে বড় সেই হয়।

বড় হওয়া  সংসারেতে কঠিন ব্যাপার,

সংসারে সে বড় হয় বড় গুন যার,

গুনেতে হইলে  বড়, বড় সবে কবে।

বড় যদি হতে চাও, ছোট হও তবে।

 
সফ্দার ডান্তার
 
সফ্দার  ডাক্তার

মাথা ভরা টাক তার,

ক্ষিদে পেলে পানি খায় চিবিয়ে ;

চেয়ারেতে রাতদিন

বসে গোনে দুই তিন

পড়ে বই আলোটারে নিভিয়ে।

 
ট্রেন
-শামসুর রহমান
 
ঝক ঝকা ঝক ট্রেন চলেছে

রাত দুপুরে অই।

ট্রেন চলেছে, ট্রেন চলেছে

ট্রেনের বাড়ি কই?

একটু জিরোয় ফের ছুটে যায়

মাঠ পেরুলেই বন

পুলের ওপর বাজনা বাজে

ঝন ঝনা ঝন ঝন।

দেশ বিদেশে বেড়ায় শেষ 

নেইকো ঘোরার শেষ

ইচ্ছে হলেই বাজায় বাঁশি,

দিন কেটে যায় বেশ।

থামবে হঠাৎ  মজার গাড়ি

একটু কেশে খক

আমায় নিয়ে  ছুটবে আবার

ঝক ঝকা ঝক ঝক।

 
আমাদের গ্রাম
-বন্দে আলী মিয়া
 
আমাদের ছোট গাঁয়ে  ছোট ছোট ঘর,

থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,

এক সাথে খেলি আর পাঠশালায় যাই।

হিংসা ও মারামারি কভু নাহি করি,

পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি।

 
আমাদের ছোট গ্রাম মায়ের সমান

আলো দিয়ে, বায়ু  দিয়ে বাঁচাইয়াছে প্রান।

মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,

চাঁদের কিরণ গেলে করে ঝিকিমিকি।

আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,

মিলেমিশে আছে ওরা আত্তীয় হেন।

সকালে সোনার রবি পুব দিকে ওঠে,

পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।



Next Post Previous Post